স্কুল নোটিশ সমূহ
জরুরি নোটিশ ২০২৪ইং
ঈদ-উল-আযহার ছুটি ২০২৪ইং
এস.এস.সি রেজাল্ট-২০২৪
কলেজ নোটিশ সমূহ
গুরুত্বপূর্ণ সকল লিংক
আবুল বাশার
সভাপতি
সভাপতি মহোদয়ের বাণী
একবিংশ শতাব্দির চ্যালেঞ্জ মোকাবেলায় প্রথম সোপান হলো শিক্ষার্থী। সুশিক্ষা ছাড়া কোনো জাতি উন্নতি লাভ করছে পারে না। সুশিক্ষার মাধ্যমে তৈরি হয় সৎ, দেশপ্রেমিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন সুনাগরিক। সুশিক্ষা ছাড়া মানুষের মধ্যে দেশপ্রেম, মানবতা ও নৈতিক মূল্যবোধের বিকাশ ঘটানো সম্ভব নয়। একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলা করে দেশকে আধুনিক ও স্মার্ট বাংলাদেশ রূপে গড়ার ক্ষেত্রে যুগোপযোগী ও প্রযুক্তি নির্ভর মানসম্মত শিক্ষার কোন বিকল্প নেই। সকলকেই যৌতুক, বাল্যবিবাহ, ইভটিজিং, মাদক, জঙ্গী, সন্ত্রাস, ক্যাসিনো ইত্যাদি সামাজিক সমস্যার বিরুদ্ধে সদা সচেতন থাকতে হবে। নিয়মিত বিভিন্ন ধরনের আধুনিক পদক্ষেপ গ্রহণের মাধ্যমে এ প্রতিষ্ঠানকে আন্তর্জাতিক মানে উন্নীত করার প্রচেষ্টা অব্যাহত আছে। 'সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন এবং ভিশন-২০২১ বাস্তবায়নের উদ্দেশ্যে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও পরিচালনা পরিষদের সবাই একযোগে কাজ করে এ প্রতিষ্ঠানকে আধুনিক বিশ্বমানের শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত করবে বলে আমি দৃঢ়ভাবে আশাবাদী।
মোঃ সালেহ উদ্দিন
অধ্যক্ষ
অধ্যক্ষ মহোদয়ের বাণী
প্রিয় ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা, ও সকল শিক্ষা প্রতিষ্ঠানের সদস্যগণ,
আমাদের স্কুল এন্ড কলেজ এখন একটি নতুন দিনের আগামীতে যাচ্ছে, এবং আমরা এখানে একটি নতুন দিনের স্থাপনা নির্মাণ করছি - একটি ডিজিটাল ও স্মার্ট ক্যাম্পাস। আমরা একটি এককীকৃত ও তথ্যপ্রযুক্তির প্রযুক্ত প্রতিষ্ঠান তৈরি করতে চলেছি যাতে ছাত্র-ছাত্রীদের শিক্ষা প্রযুক্তির সাথে সাথে সহজেই সংযুক্ত করা যায়।
আমাদের উদ্দেশ্য হলো আমাদের ছাত্র-ছাত্রীদের একটি আধুনিক ও প্রযুক্তিপর্যাপ্ত শিক্ষা পরিবেশ প্রদান করা, যা তাদের জীবনের প্রাধান্যতা এবং পেশাদান সাফল্যে সাহায্য করবে। আমরা প্রযুক্তির মাধ্যমে শিক্ষা প্রযুক্তির পরিধি আরও বাড়িয়ে দেয়ার চেষ্টা করছি, যাতে আমাদের ছাত্র-ছাত্রীরা প্রতিষ্ঠানের সঙ্গে একটি সহজেই যোগাযোগ সাধন করতে পারে।
আমরা একটি নিষ্ঠাবান শিক্ষা সম্প্রদায় তৈরি করতে চাই, যেখানে আপনি একটি বিশেষ অভিজ্ঞতা অবলম্বন করতে পারবেন, এবং আমরা সম্পূর্ণ প্রযুক্তিপর্যাপ্ত পরিবেশ প্রদান করতে সক্ষম থাকতে পারব।
অত্যন্ত গর্বিত এবং সমৃদ্ধিপূর্ণ পরিবারের সদস্য হিসেবে প্রতিষ্ঠানটির সবার প্রতি আভিনন্দন ও ধন্যবাদ জানাতে চাই। আমদের এই পথে সাথে থাকার জন্য আপনাদের সমর্থন এবং সহযোগিতা আশা করি।
প্রতিষ্ঠানের সংক্ষিপ্ত ইতিহাস
প্রতিষ্ঠানটি প্রথমে ক্লাবঘর ছিল। দনিয়া এলাকার বিদ্যোৎসাহী ব্যক্তিবর্গের ঐকান্তিক প্রচেষ্টায় ১৯৭১ সনে জুনিয়র স্কুল হিসাবে প্রতিষ্ঠা লাভ করে। ১৯৮১ সনে এসএসসি পরীক্ষায় ১ম বৎসর অংশগ্রহন করে সুনাম অর্জন করে। ১৯৯৫ সনে বিদ্যালয়টি কলেজ হিসাবে অনুমোদন লাভ করে এবং ২০০৭ সালে ২য় ক্যাম্পাস প্রতিষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠান প্রধানের দক্ষ ও সুদৃঢ় প্রশাসনিক ও প্রাতিষ্ঠানিক কাঠামোসহ অভিজ্ঞ ও সুযোগ্য নেতৃত্বের মাধ্যমে প্রতিষ্ঠানটি প্রতি বৎসরই পাবলিক পরীক্ষায় মেধাস্থানসহ কৃতিত্বের সহিত সম্মান লাভ করতেছে। প্রতিষ্ঠানের ৩য় ক্যাম্পাস ভাঙ্গা প্রেস নামক স্থানে কলেজ শাখার আলাদা বিশাল ভবন নির্মানাধীন।